বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার ধারণার সঙ্গে স্বচ্ছল ভদ্রবিত্ত দ্রুত মানিয়ে নিচ্ছে। বন্ধু আত্মীয়ের বাড়ির নেমন্তন্নে পাত পেড়ে খাওয়াবার রীতি কোন যুগে শুরু হয়েছিল কেউ জানেনা। কিন্তু আমি অন্তত দুই ঘনিষ্ঠ স্বচ্ছল আত্মীয়র বাড়ির নেমন্তন্নে এপ কোম্পানির আনানো খাবার গিলতে বাধ্য হয়েছি। স্বচ্ছল বাঙালি গৃহস্থ খাবারদাবারের নানান সামাজিক প্রথা খুব তাড়াতাড়ি ভাঙতে শুরু করেছে। বড় মিডিয়া বলে ভারতের নানান শহরের তুলনায় কলকাতার ভদ্রবিত্তর রেস্তোঁরায় যাওয়ার প্রবণতা তুলনামূলক বেশি।
by বিশ্বেন্দু নন্দ | 19 June, 2021 | 2350 | Tags : Mobile Application Zomato Swiggy Hunger Saviour